কেন গুগল প্লাস বন্ধ করে দেয়া হলো?

গুগল ফেসবুককে টক্কর দেয়ার জন্য ২০১১ সালে চালু করে গুগল প্লাস। যা খুব বেশি জনপ্রিয় হতে পারেনি।
সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটিকে জনপ্রিয় করার অনেক  প্রচেষ্টায় ব্যার্থ হয়েছে গুগল।
জানা যায় জিমেইল একাউন্ট খুললে গুগল প্লাস বাধ্যতামুলক করা হয়েছিলো, কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।


সাইটি বন্ধ করার কারন হিসেবে এর সল্প জনপ্রিয়তাকে দায় করেছে গুগল কিন্তু এটা ছাড়া আরও কিছু কারন আছে।
মানুষ এখানে খুব কম সময় কাটায়। এছাড়াও সাইটিতে ব্যাবহারকারীদের নিরাপত্তার ত্রুটি ছিলো যা কাজে লাগিয়ে
থার্ড পার্টি এপ নির্মাতারা প্রায় ৫ লাখ ব্যাবহারকারীর তথ্য হাতিয়ে নেয়।
তাই অফিসিয়ালি সাইটি বন্ধ করে দিয়েছে গুগল।
কেন গুগল প্লাস বন্ধ করে দেয়া হলো? কেন গুগল প্লাস বন্ধ করে দেয়া হলো? Reviewed by Rakesh Barman on April 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.