ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাস হচ্ছে FaceApp এর সাহায্যে!!!


FaceApp কিছু দিন ধরে তুুমুল জনপ্রিয় একটি এপসের তালিকায় নিজের স্থান দখল করে নিয়েছে। বাচ্চা থেকে বুড়ো,
আমজনতা থেকে সেলেব্রেটি সকলেই নিজের রূপ বদলাতে ব্যাস্ত এইে এপসটির মাধ্যমে ।
 সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় FaceApp। বিভিন্ন বয়সে কাউকে কেমন দেখতে হবে তা জানা যায় অ্যাপের এক ক্লিকেই। অ্যাপের মাধ্যমে ছবির বয়স করে দেওয়া যায় ৮ বছরের শিশুর মতো। আবার অ্যাপের সাহায্যেই বয়স করে দেওয়া যায় ৮০ বছরের বৃদ্ধের মতো। শুধু তাই নয়, কাউকে বিপরীত লিঙ্গের মানুষ হলে কেমন দেখতে হত, তাও জানা যায় এই অ্যাপ থেকে। ইদানীং নিজেকে বৃদ্ধ বয়সে কেমন হতে পারে, যাচাই করে নিচ্ছেন সকলেই। সোসিয়াল মিডিয়াতে নিজের বৃদ্ধ বয়সে ছবি আপলোড করে মজা নিচ্ছে সবাই, সবার সাথে হয়তো আপনিও একই কাজ করছেন।


কিন্তু একবারও কি ভেবে দেখেছেন FaceApp ব্যাকহার করা কতটা নিরাপদ??


এই অ্যাপের মাধ্যমেই আপনার ব্যক্তিগত তথ্য বিকিয়ে দিচ্ছেন না তো? প্রশ্ন সাইবার বিশেষজ্ঞদের।


গুগল প্লে স্টোরে ফোটো এডিটিং অ্যাপ-এর সেকশানে প্রথম স্থানে এই অ্যাপ। কিন্তু এই অ্যাপের শর্তাবলীকে গ্রাহ্য করার মাধ্যমেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অ্যাপ প্রস্তুকারীদের হাতে।


এই তথ্য কোনও ভাবে হ্যাকারদের হাতে গেলে তার ফল হতে পারে মারাত্বক। ব্যক্তিগত তথ্য থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সব কিছুই অ্যাকসেস করা যাবে এ ভাবে।অ্যাপটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যাবলী কোথাও ফাঁস করছে কিনা তাই নিয়ে প্রশ্ন থেকে যায়। রুশ সরকারকে এই তথ্যাবলী দেওয়া হলেও সেক্ষেত্রে আর কিছুই করার থাকবে না।"





এ ভাবে গোটা পৃথিবীর প্রচুর মানুষের ব্যক্তিগত তথ্য পৌঁছে যাবে রুশ সরকারের হাতে।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাস হচ্ছে FaceApp এর সাহায্যে!!!  ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাস হচ্ছে FaceApp এর সাহায্যে!!! Reviewed by Rakesh Barman on July 18, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.