বাংলা ঈদ এসএমএস কালেকশন: বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাও চমৎকার সব মেসেজ দিয়ে


ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ আর এই আনন্দ ভাগাভগি করতে আপনাদের সামনে হাজির হলাম বাছাইকৃত কিছূ ঈদের মেসেজ নিয়ে, আশা করি সকলের ভালো লাগবে।

bangla eid sms, message, ঈদের মেসেজ, ঈদের এস এম এস, ঈদের ছন্দ, ঈদের শুভেচ্ছা, ঈদের কবিতা

আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
“ঈদ মোবারক”


কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই “ঈদ মোবারক”

আসছে ঈদ,,চলছে গাড়ি..
আমার দাওয়াত তোমার বাড়ি..
OHH Sorry..তোমার দাওয়াত আমার বাড়ি..
হিমেল হাওয়া,,শীতের দিন..আসবে কিন্তু ঈদের দিন
“ঈদ মোবারক”

শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই? এনটিভি না চ্যানেল-আই?
রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট?
Wishing from heart
”EID MUBARAK”

যে দিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনোন্দে কাটাবো সারা দিন!
“ঈদ মোবারক”

ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের
কাদায়, আর আমার এই এস এম এস
তোমাকে ঈদের সুভেছ্ছা জানায়,
“ঈদ মোবারক”

ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
“ঈদ মোবারক”

নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিন হোক রঙিন
“ঈদ মোবারক”

রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” ঈদ মোবারাক ”

দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,
এই কামনায় বন্ধু তোকে “ঈদ মোবারক”

ঈদ আসতে ১ দিন বাকি
এতো খুশি কোথায় রাখি
বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি
একটি বছর ঘুরে আসবে সেই দিন
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন
অনেকেই বিজি ঈদের কাজে
আনান্দ টা সবার মাঝে

হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন..


আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,

ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
“ঈদ মোবারক”
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
“ঈদ মোবারক”
ঈদের দিনে পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
“ঈদ মোবারক”
বাংলা ঈদ এসএমএস কালেকশন: বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাও চমৎকার সব মেসেজ দিয়ে বাংলা ঈদ এসএমএস কালেকশন: বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাও চমৎকার সব মেসেজ দিয়ে Reviewed by RbsCreative on August 11, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.