ফেসবুকে নিজেকে লুকিয়ে রাখবেন কিভাবে !! জেনে নিন !!

ফেসবুকে কাউকে ব্লক করা বা আপনার কর্যক্রম লুকানোর প্রধানত ৩টি পদ্ধতি রয়েছে।
(১)ফেসবুক চ্যাটিং এ নিজেকে লুকিয়ে রাখা  (২) নিদিষ্ট ব্যাক্তি থেকে আপনার টাইমলাইন পোস্ট সহ আরও অনান্য তথ্য লুকিয়ে রাখা (৩) কাউকে সম্পূর্ন ব্লক করে দেয়া।

Eye, Facebook, Detail, Macro, Face

ফেসবুক চ্যাটিং এ নিজেকে লুকিয়ে রাখাঃ

সাধারনত আপনি অনলাইনে থাকলে আপনার ফ্রেন্ড  লিস্ট এর সবাই আপনাকে দেখতে পারবে। কিন্তু আপনি চাইলেই  নিদিষ্ট কিছু ফ্রেন্ডস অথবা সবার কাছ থেকেই নিজেকে লুকিয়ে থাকতে পারবেন খুব সহজেই সহজ কিছু সেটিংস এর মাধ্যমে।

০১. ফেসবুকের ডান সাইডের নিচের দিকে সেটিং (gear) আইকনটি সিলেক্ট করুন।

০২. এখন Turn Off Active Status  সিলেক্ট করুন।


ফেসবুক ব্লক খোলার নিয়ম,ফেসবুক টেম্পোরারি ব্লক,ফেসবুকে মেসেজ ব্লক,ফেসবুকে কেউ ব্লক করলে,মেসেঞ্জার ব্লক,ব্লক আইডি খোলার নিয়ম,ফেসবুক ব্লক করার নিয়মফেসবুকে কেউ ব্লক দিলে,ফেসবুক log in,ফেসবুক কি,ফেসবুক আইডি,ফেসবুক ডাউনলোড,ফেসবুক বন্ধ,ফেসবুক অ্যাপস,ফেসবুক লগইন,ফ্রি ফেসবুক ডট কম,ফেসবুক টিপস এন্ড ট্রিকস,ফেসবুক টিপস মোবাইল,ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস,ফেসবুক টিউটোরিয়াল,

০৩. একটি ডায়লগ বক্স আসবে সেখান থেকে আপনার প্রয়োজন মতো সেটিংটি সিলেক্ট করুন। সেটিংগুলো নিচে বর্ননা করা হলোঃ

Turn off active status for only some contacts: আপনার নিদিষ্ট কিছু ফ্রেন্ডদের থেকে লুকাতে এই অপশনটি ব্যাবহার করুন।

Turn off active status for all contacts except: আপনার নিদিষ্ট কিছু ফ্রেন্ড বাদে বাকি সবাইকে অনলাইনে দেখানোর জন্য এই অপশনটি ব্যাবহার করুন।

Turn off active status for all contacts: অনলাইনে আপনার সব ফেন্ডস্ দের থেকে লুকিয়ে থাকতে এই অপশনটি ব্যাবহার করুন।



ফেসবুক ব্লক খোলার নিয়ম,ফেসবুক টেম্পোরারি ব্লক,ফেসবুকে মেসেজ ব্লক,ফেসবুকে কেউ ব্লক করলে,মেসেঞ্জার ব্লক,ব্লক আইডি খোলার নিয়ম,ফেসবুক ব্লক করার নিয়মফেসবুকে কেউ ব্লক দিলে,ফেসবুক log in,ফেসবুক কি,ফেসবুক আইডি,ফেসবুক ডাউনলোড,ফেসবুক বন্ধ,ফেসবুক অ্যাপস,ফেসবুক লগইন,ফ্রি ফেসবুক ডট কম,ফেসবুক টিপস এন্ড ট্রিকস,ফেসবুক টিপস মোবাইল,ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস,ফেসবুক টিউটোরিয়াল,

০৪. আপনার পছন্দ মত অপশনটি  বাছাই করার পর কনফার্ম করতে Okay সিলেক্ট করুন
০৫. যে কোনও সময় সেটিং পরিবর্তন করতে চাইলে ১ ও দুই নং ধাপ অনুসরন করুন । এক্ষেত্রে Turn Off Active Status এর পরিবর্তে Turn On Active Status অপশন টি সিলেক্ট করুন।



নিদিষ্ট ব্যাক্তি থেকে আপনার টাইমলাইন পোস্ট সহ আরও অনান্য তথ্য লুকিয়ে রাখাঃ

সাধারনত আপনার টাইমলাইনের সকল পোস্টই আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকলেই দেখতে পারে । আপনার ফ্রেন্ড লিস্টে যদি এমন কেউ থাকে যাকে আপনি আনফেন্ড করতে চান না আবার আপনার টাইমলাইনের পোস্ট গুলোও তাকে দেখাতে চান না তাহলে আপনি এই  সেটিংটি ব্যাবহার করতে পারেন।

০১. আপনার ফেন্ড এর প্রফাইলে যান।
০২. প্রফাইলের উপরের দিকেই Friends লেখাটির উপর মাউস কার্সর নিলেই একটি ডায়লগ বক্স আসবে । সেখান থেকে Add to another list  এ গিয়ে Restricted অপশনটি সিলেক্ট করুন। ব্যাস হয়ে গেলো। এখন এই ব্যাক্তিটি আপনার টাইমলাইনের কোন পোস্ট দেখতে পাবে না।


কাউকে সম্পূর্ন ব্লক করে দেয়াঃ

আপনি যাকে ব্লক করবেন সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, কোন গ্রুপ বা ইভেন্ট এর জন্য আপনাকে ইনভাইট করতে পারবে না, আপনাকে কোনও পোস্ট এ ট্যাগ করতে পাবে না এমনকি ফেসবুক সার্চেও আপনাকে খুজে পবে না। আর আপনি যদি ফ্রেন্ডলিস্ট এ থাকা কাউকে ব্লক করেন তাহলে সে আনফ্রেন্ড হয়ে যাবে।

০১. আপনার  ফেসবুকের হোম পেজের উপরের দিকে মেনু (down-arrow) আইকন সিলেক্ট করুন। সেটিং এ যান।



০২. বামদিক থেকে Blocking অপশনটি সিলেক্ট করুন।
০৩.  আপনি যাকে ব্লক করতে চান Block users  সেকশনে তার নাম এন্টার করে Block সিলেক্ট করুন।



০৪. Block People নামে একটা উইনডো সামনে আসলে সেখান থেকে যাকে ব্লক করতে চান তার নামের পাশে Block লেখাটি সিলেক্ট করুন।



০৫.  একটি কনফর্মেশন মেসেজ আসবে সেখানে ব্লক বাটন টি তে ক্লি করলেই কাজ শেষ ।



০৬. কাউকে আনব্লক করতে চাইলে ৩ নাম্বার ধাপে গিয়ে নামের পাশে Unblock লিংকটি ক্লিক  করুন।

আপনার অনুভুতি শেয়ার করুন:
ফেসবুকে নিজেকে লুকিয়ে রাখবেন কিভাবে !! জেনে নিন !! ফেসবুকে নিজেকে  লুকিয়ে রাখবেন কিভাবে !! জেনে নিন !! Reviewed by RbsCreative on August 17, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.