"আসসালামু আলাইকুম" আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ফেসবুক সম্পর্ক মজার কিছু তথ্য ফেসবুক এখন সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এটা যেন এখন সকলের কাছেই অত্যান্ত প্রিয় একটি বিষয়।নাওয়া-খাওয়া ছেড়ে ঘন্টার পর ঘন্টা অনেকেই যেন ডুব মেড়ে থাকে এই প্রিয় ফেসবুকে।
কিন্তু আপনি জানেন কি ফেসবুক সম্পর্কে মজার কিছু তথ্য?অপনার নাও জানা থাকেত পারে, তাহলে চলুন জেনে নিন আপনার প্রিয় ফেসবুক সম্পর্কে কিছু মজাদার তথ্য।
সবার প্রিয় ফেসবুক
এটি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। ফেসবুকের রং নীল কেন?কারন মার্ক জাকারবার্গ আংশিক বর্ণান্ধ(COLOUR BLIND) নীল রংটাই তিনি সবচেয়ে ভালো দেখতে পান।সবুজ, লাল– এসব রঙের পার্থক্য তিনি ধরতে পারেন না।
২০০৬ সালে ক্রিস পুটনাম নামের এক ব্যক্তি ফেসবুক হ্যাক করেছিলেন। ফলাফল? পরদিন সকালেই তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে চাকুরী পেয়েছিলেন।ফেসবুকের নাম যখন শুরুতে দ্যা ফেসবুক ছিল, নামের পাশেই একজন মানুষের অস্পষ্ট ছবি চোখে পড়ত।ছবিটি বিখ্যাত অভিনেতা-পরিচালক আল পাচিনোর ছিল।
আপনি যদি ফেসবুক কিনে নিতে চান, খুব বেশি নয়- কমপক্ষে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার থাকতে হবে আপনার পকেটে!ফেসবুকের চেহারা কদিন পরপর বদল করলেও, মার্ক জাকারবার্গ তাঁর টি-শার্ট বদল করার সময় পান না। এক ধূসর রঙের টি-শার্টটি গায়ে দিয়ে তিনি দিনের পর দিন পার করে দেন!
২০০৬ সালে ক্রিস পুটনাম নামের এক ব্যক্তি ফেসবুক হ্যাক করেছিলেন। ফলাফল? পরদিন সকালেই তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে চাকুরী পেয়েছিলেন।ফেসবুকের নাম যখন শুরুতে দ্যা ফেসবুক ছিল, নামের পাশেই একজন মানুষের অস্পষ্ট ছবি চোখে পড়ত।ছবিটি বিখ্যাত অভিনেতা-পরিচালক আল পাচিনোর ছিল।
আপনি যদি ফেসবুক কিনে নিতে চান, খুব বেশি নয়- কমপক্ষে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার থাকতে হবে আপনার পকেটে!ফেসবুকের চেহারা কদিন পরপর বদল করলেও, মার্ক জাকারবার্গ তাঁর টি-শার্ট বদল করার সময় পান না। এক ধূসর রঙের টি-শার্টটি গায়ে দিয়ে তিনি দিনের পর দিন পার করে দেন!
বিস্ট নামে জাকারবার্গের একটি পোষা কুকুর 🐕আছে। ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা দুই কোটির ও বেশি!মার্ক জাকারবার্গকে ফেসবুকে ব্লক করা যায়না। চাইলে চেস্টা করে দেখতে পারেন ফেসবুকের ইউআরএলের শেষে /4লিখলেই আপনি পৌঁছে যাবেন স্যার মার্ক জাকারবার্গের প্রোফাইলে।
স্যার মার্ক জাকারবার্গ এর প্রোফাইল লিঙ্কঃ-
ফেসবুক সম্পর্কে চমৎকার কিছু তথ্য
Reviewed by masud rana
on
August 13, 2019
Rating:
No comments: