পাখির ঠান্ডা লাগলে করনিয়

পাখির ঠান্ডা লাগলে করনিয় উপায় গুলোঃ


ঘরোয়া উপায়: পাখিকে পানির সাথে আদার রস/তুলসি পাতার রস দিতে হবে ৭দিন/ মধু খেতে দিন আসল টা।

আমাদেহেলথ টিপস, হেলথ টিপস প্রতিদিন, বাংলা হেলথ টিপস, বাংলা health টিপস, মেডিকেল হেলথ টিপস, মেয়েদের স্বাস্থ্য টিপস, প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য তথ্য হেলথ টিপস,

পাখির ওষুধ এর মাধ্যমে:Tylovet অথবা Oxy Doxy ঠান্ডার জন্য ভালো ।এই ওষুধ গুলা কেবল পাখির ভেটেনারি দোকান গুলায় পাবেন। তবে বাজারে পাখির দুকান গুলোতে ঠান্ডার জন্য  আরও অনেক মেডিসিন পাওয়া যায় তবে এই ২টাই সব চেয়ে ভালো।

যে পাখির ঠান্ডা লেগেছে তাকে বাল্বের আলো দিয়ে আলাদা করে রাখতে হবে, জতক্ষন তার ঠান্ডা লাগার উপসর্গগুলো দূর না হয় (তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের জাতে কম না হয়)। পাখিকে হাল্কা কুসুম গরম পানিতে মাল্টিভিটামিন এবং মধু দেয়া যেতে পারে। এছাড়া কিছু এন্টিবায়টিক ঠান্ডার জন্য দেয়া যেতে পারে যেমন- Enrofloxacin, Doxycycline 10%, Ciprofloxacin এই এন্টিবায়টিক গুলোর যে কোন একটি হাল্কা কুসুম গরম পানির সাথে (প্রতি ১ লিটারে ১ গ্রাম) মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
আর যদি  আপনার আশেপাশে পাখির দোকান না থাকে তাহলে
এক লিটার পানিতে মানুষের জন্য ব্যাবহৃত moxacil 500Mg কেপ্সূল খুলে ভিতরের পাউডার ভাল করে মিশিয়ে সাত দিন ।ছয় ঘণ্টা পর পানি চেঞ্জ করে নরমাল পানি দিবেন ।
প্রতিদিন নতুন করে বানাবেন ।
পানি  কুসুম গরম থাকা অবস্থায় খেতে দিবেন।
৬ ঘন্টা পর মিক্স পানি ফেলে নরমাল পানি দিবেন।
৫-৭ দিন টানা।
এটা ঠান্ডার পাশাপাশি পুপসের জন্য অনেক উপকার।
পাখির ঠান্ডা লাগলে করনিয় পাখির ঠান্ডা লাগলে করনিয় Reviewed by Shawon sheikh on July 31, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.