PES 2019 ফুটবল গেম বাংলা টিউটেরিয়াল !! গেমটির যেভাবে খেলবেন! সঠিাক নির্দেশনা !!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আছেন। সুস্থ আছে। আজ আপনাদের সাথে আলোচনা করবো Pes 2019 এর ম্যানেজারদের ইনফোতে দেয়া ট্যাক্টিক্যাল টার্মগুলো নিয়ে। ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর। যাতে খেলায় আপনাদের সুবিধা হয়। আপনি আপনার খেলার ধরণ অনুযায়ী ম্যানেজার বাছাই করে নিতে পারে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
শুরুতেই ম্যানেজার ইনফোতে গিয়ে ট্যাক্টিক্স চেক করতে গেলে যেসকল টার্মগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে যথাক্রমে- Attacking Style,Build Up,Attacking Zones,Positioning,Defensive Styles,Containment Area এবং Pressing. এই সাতটা টার্মস নিয়েই আমরা এখন আলোচনা করবো।

PES 2019 ফুটবল গেম বাংলা টিউটেরিয়াল !! গেমটির যেভাবে খেলবেন! সঠিাক নির্দেশনা !!


★ATTACKING STYLES :

-> Attacking Style দ্বারা বুঝায় আপনি খেলায় কিভাবে এট্যাকে যাবেন। গেমে দুইটা Style দেয়া আছে। সেগুলো হচ্ছে-
1. Possession Game : এটা দ্বারা বুঝায় আপনি নিজের পায়ে বল রেখে ওয়ান বাই ওয়ান পাস খেলে আস্তে আস্তে এট্যাকে যাবেন। মানে একটা বড়/মোটামুটি বিল্ড আপের মাধ্যমে আপনি এট্যাকে যাবেন।

Counter Attack : 

এই নামটার সাথে আপনারা খুব বেশি পরিচিত। কার না কাউন্টার এট্যাক দেখতে ভালো লাগে? কাউন্টার এট্যাক হচ্ছে একটা শর্ট বা ছোট বিল্ড আপ। এই বিল্ড আপে আপনি অপনেন্ট টিমের প্লেয়ারদের কাছ থেকে বল নিয়ে অতিদ্রুত এবং সরাসারি এট্যাকে চলে যাবেন কোনো রকমের বল হারানো ছাড়া।

BUILD UP :

-> Build Up দ্বারা বুঝায় আপনি আপনার খেলাটা কিভাবে সাজাবেন। বিল্ড আপ সাধারণত দুইভাবে করতে পারবেন। সেগুলো হচ্ছে-
1. Short Pass : ছোট ছোট পাসের মাধ্যমে আপনি আপনার খেলাটাকে সাজাবেন। এক্ষেত্রে মিডফিল্ডারা সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে।
2. Long Pass : লম্বা পাসে আপনাকে বিল্ড আপ করতে হবে। যারা লং পাসে খেলতে অভস্ত এই ট্যাক্টিক তাদের জন্য খুবই হেল্পফুল।

ATTACKING ZONES :

->  Attacking Zone দ্বারা আপনি মাঠের কোন জায়গা থেকে এট্যাকে যাবেন তা বুঝিয়ে থাকে। দুইটা zone থেকে এট্যাকে যাওয়া হয়। সেগুলো হচ্ছে-
1. Center : মাঠের ঠিক মাঝমাঝি এবং এর আশে পাশে থেকে আপনি এট্যাকে যাবেন।
2. Wide : আমরা সকলেই মোটামুটি 'Wing Attack' টার্মটার সাথে পরিচিত? এটিই সেই উইং এট্যাক। আপনি উইংগার/ফুলব্যাকদের দ্বারা এট্যাক করাতে পছন্দ করলে এই ট্যাক্টিক আপনার জন্য উপযোগী।

POSITIONING :

-> Positioning দ্বারা যা বুঝায় তা হলো বিল্ড আপের সময় আপনার প্লেয়াররা কেমন মুভমেন্ট করবে। আমার মতে ম্যাচ চলাকালীন সময়ে এই টার্মটা খুব ভ্যালু রাখে। তো Positioning টার্মটাকে দুইভাবে ভাগ করা যেতে পারে। সেগুলো হচ্ছে-
1. Flexible : Flexible দ্বারা বুঝায় বিল্ড আপ বা ম্যাচ চলাকালীন অবস্থায় আপনার একটা পজিশনের প্লেয়ার যদি অন্য পজিশনে গিয়ে বল কেড়ে নেয়ার চেষ্টা করে কিংবা আপনার এট্যাকে বা ডিফেন্সে হেল্প করার জন্য উপরে বা নিচে উঠে তবে তার পজিশনে অন্য যে প্লেয়ার অলস পরে আছে বা বলের আশে পাশে থাকে না সে এসে তার পজিশন সামলায়। এই ব্যাপরটা বিল্ড আপে খুব হেল্প করে। আবার মাঝে মাঝে বেখেয়ালিপনার জন্য সমস্যার কারণও হয়ে দাড়াতে পারে।
2. Maintain Formation  : এটা দ্বারা বুঝায় আপনার প্লেয়াররা ফর্মেশন অনুযায়ী নিজ জায়গা ধরে খেলবে। Flexible এর মতো একজন আরেকজনের জায়গা পূরণ করতে যাবে না। কেউ যদি প্রেস করতে গিয়ে উপরে উঠেও যায় তবে তার পজিশন খালি থাকবে।

DEFENSIVE STYLE :

-> Defensive Style দ্বারা আপনি ম্যাচে কিভাবে ডিফেন্ড করবেন সেটা বুঝায়। গেমে দুইটা Syle ইনপুট করা আছে। সেগুলো হচ্ছে-
1. All Out Defense : এক্ষেত্রে আপনার ডিফেন্ডাররা আপনার ডি-বক্সের আসে পাশে থেকেই ডিফেন্ড করবে। উপরে উঠে যাবে না বল নেয়ার জন্য। এটা একদিক থেকে সুবিধাজনক। আপনার ডিফেন্ডাররা নিচে থেকে ডিফেন্ড করলে অপনেন্ট কাউন্টার এট্যাক করার চান্স কম পাবে।
2. Frontline Pressure :  আপনার ডিফেন্ডাররা বল কেড়ে নেয়ার জন্য উপরে উঠে অপনেন্ট প্লেয়ারদের উপর প্রেসার ক্রিয়েট করবে। তবে এক্ষেত্রে কাউন্টার এট্যাকে গোল খাওয়ার সম্ভাবনাও বেশি থাকে।

CONTAINMENT AREA :

-> Containment Area দ্বারা বুঝায় মাঠে আপনি কোন জায়গা আধিপত্য বিস্তার করবেন। অর্থাৎ মাঠে কোন স্থানে আপনি বেশি সময় বল পায়ে কাটাবেন। গেমে দুইটা Area দেয়া আছে। সেগুলো হচ্ছে-
1. Wide : মাঠে যেকোনো একসাইডে থেকে আপনি আপনার বিল্ড আপ ক্রিয়েট করবেন বা এট্যাকে যাবেন।
2. Center : মাঝ মাঠে থেকে আপনি বেশির সময় বল পায়ে থাকবেন এবং বিল্ড করবেন বা এট্যাকে যাবেন।

PRESSING :

-> Pressing দ্বারা বুঝায় আপনি অপনেন্ট থেকে বল নেয়ার জন্য কিভাবে যাবেন বা কিভাবে তাদের কাছ থেকে বল ছিনিয়ে নিবেন। গেমে দুইটা Pressing Style দেয়া আছে। সেগুলো হচ্ছে-

Aggressive : 

আপনার প্লেয়াররা বল নেয়ার জন্য হাই প্রেস করবে। অর্থাৎ নিজ পজিশন থেকে উপরে উঠে বা সরে গিয়ে বল নেয়ার চেষ্টা করবে।

Conservative :

এক্ষেত্রে আপনার প্লেয়াররা হাই প্রেস করবে না। নিজ পজিশনে থেকে অপনেন্ট বল নিয়ে আশে পাশে আসলে প্রেস করবে।

এইতো যা ছিলো। সর্বোচ্চ চেষ্টা করেছি যতটুকু আমি জানি তা আপনাদের জানানোর। যাতে কোচ নির্বাচন করতে আপনাদের সুবিধা হয় এবং নিজেদের খেলার ধরনের সাথে মিলিয়ে কোচ নিতে পারেন। পোস্টে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই দেখিয়ে দিবেন। শোধরানোর চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই।
PES 2019 ফুটবল গেম বাংলা টিউটেরিয়াল !! গেমটির যেভাবে খেলবেন! সঠিাক নির্দেশনা !! PES 2019 ফুটবল গেম বাংলা টিউটেরিয়াল !! গেমটির যেভাবে খেলবেন! সঠিাক নির্দেশনা !! Reviewed by Shawon sheikh on July 31, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.