ইঁদুরও তেলাপোকা থেকে রক্ষা পাওয়া প্রকৃতিক উপায়
১)গোল মরিচের ব্যবহার
গোলমরিচের গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না।গোলমরিচের ঝাঁজ পূর্ণ ঘ্রাণ ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাস নিতে পারে না ইঁদুর।আর একারণে খুব সহজেই মারা পড়ে।যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশী বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন সেসকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন।
ইঁদুর:
২)তেজপাতার ব্যবহার
তেজপাতা খুবই উপকারী একটি মসলা যা প্রত্যেকের ঘরেই রয়েছে।তেজপাতাকে ইঁদুরেরা নিজেদের খাবার মনে করে।কিন্তু তেজপাতা খাওয়ার পর তারা এটি হজম করতে পারে না একেবারেই।তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন উপদ্রবের স্থানগুলোতে কিছুদিনের মধ্যেই ঝামেলা থেকে মুক্তি পাবেন।৩)পেঁয়াজের ব্যবহার
পেঁয়াজের অনেক গুনের মধ্যে আরও একটি অসাধারণ গুন হচ্ছে,পেঁয়াজ দিয়ে খুব সহজেই ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়।পেঁয়াজের উপাদান ইঁদুর হজম করতে পারে না।কিন্তু ইঁদুর খুব সহজেই পেঁয়াজে কামড় দিয়ে বসে।ইঁদুর যেখানে রয়েছে বলে মনে করছেন সে সকল স্থানে পেঁয়াজ টুকরো করে রেখে দিন।কিছুদিনের মধ্যেই ইঁদুর আর দেখতে পবেন না ঘরে।তেলাপোকা:
যা যা লাগবে:
>২০ গ্রাম বোরিক এসিড (যে কোনো ফার্মেসীতে পাওয়া যাবে)-১টেবিল চামচ আটা-পরিমাণ মতো পানি
পদ্ধতি:
>সমপরিমাণে বোরিক এসিড ও আটা একসাথে ভালো করে মিশিয়ে নিন।এরপর এতে অল্প অল্প করে পানি যোগ করতে থাকুন।
>সাবধানে হাত দিয়ে আটা মাখাতে থাকুন রুটির ডো তৈরির মতো।বেশী নরমও না এবং বেশী শক্তও নয় এমন ডো তৈরি করে নিন।
>এরপর এই ডো দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন।এবং এই ডো তেলাপোকা চলাচল এর রাস্তায় দিয়ে দিন।
>সমপরিমাণে বোরিক এসিড ও আটা একসাথে ভালো করে মিশিয়ে নিন।এরপর এতে অল্প অল্প করে পানি যোগ করতে থাকুন।
>সাবধানে হাত দিয়ে আটা মাখাতে থাকুন রুটির ডো তৈরির মতো।বেশী নরমও না এবং বেশী শক্তও নয় এমন ডো তৈরি করে নিন।
>এরপর এই ডো দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন।এবং এই ডো তেলাপোকা চলাচল এর রাস্তায় দিয়ে দিন।
প্রকৃতিক উপায়ে ইঁদুরও তেলাপোকা থেকে মুক্তি পাওয়ার সহজ কৌশল
Reviewed by Shawon sheikh
on
July 31, 2019
Rating:
No comments: