Type Bangla Online: বর্তমান ইন্টারনেট জগতে গুগল কে চিনে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কারণ ইন্টারনেট জগতের সব কিছুতেই গুগল তাদের প্রভাব বিস্তার করেছে অন্য সবার থেকেও বেশি।আপনি এ ভেবে দেখুন কি নেই গুগল এ। আমরা তো গুগল এর মাত্র কয়েকটা সার্ভিস সম্পর্কে জানি যেমন গুগল ম্যাপ, ট্রান্সলেট, সার্চ ইঞ্জিন , ইউটুব, জিমেইল ইত্যাদি। এগুলো ছাড়াও গুগল এর আরো কতরকমের প্রয়োনীয় সার্ভিস আছে সেগুলো নিয়ে আরেক দিন অলোচনা করবো , আজকে বলবো গুগল ইনপুট টুল সম্পর্কে। আমরা অনেকেই অনলাইন এ বাংলা লিখতে বিস্তর হিমশিম খাই, ইংরেজিতে টাইপিং স্পিড খুব ভালো হলেও অনেকেই বাংলা তা টাইপ করতে পারি নাই। এক্ষেত্রে অনেকে অভ্র ব্যবহার করে কিন্তু গুগল দিচ্ছে অভ্র থেকেও আরো অনেক বেশি সুবিধা। যারা অভ্র ব্যবহার করে তারা জন্যে অভ্র তে ও কত জামেলা। তাই এই জামেলা থেকে আপনাদের মুক্তি দিবে গুগল টাইপ টুল।
গুগল এর সেরা ১০ টি ট্রিক না দেখলে মিস করবেন আর দেখলে শিখবেন !!!
কিভাবে ব্যবহার করবেন গুগল টাইপ টুল ?? খুব সহজ !
প্রথমে এই লিংক এ যান: https://www.google.com/inputtools/
তারপর Try it out লেখা বাটনে ক্লিক করুন , এখন আপনার সামনে নতুন একটু উইন্ডো চলে আসলো , এখানে দেখতে পাবেন টেক্সট এরিয়া যেটা তে আপনি ইংলিশ লিখবেন আর তা বাংলায় হয়ে যাবে । তবে এর জন্য আপনাকে একটু সেটিং করতে হবে চলুন দেখে নেই কিভাবে করবেন সেটিং নিচের ছবিতে দেখুন।
ব্যাস কাজ শেষ !
খুব সহজ তাই না , হুমম তাই আমি নিজেও এই পোস্ট টি গুগল ইনপুট টুল এর সাহায্যে লিখেছি। আজকের জন্য এপ্রযন্তই , আশা করি পোস্টটি আপনাদের সকলের ভালো লেগেছে। আশাকরি পোস্ট টি সকলের কাজে আসবে।
পোস্ট বিষয়ক যেকোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বাক্স এ জানান আমরা আপনাকে সহজ করার চেষ্টা করবো। ধন্যবাদ !!!
আমাদের মজার মজার সব পোস্ট পেতে ফেইসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকুন , ধন্যবাদ !!!!
আপনার অনুভুতি শেয়ার করুন:
গুগল এর সেরা ১০ টি ট্রিক না দেখলে মিস করবেন আর দেখলে শিখবেন !!!
কিভাবে ব্যবহার করবেন গুগল টাইপ টুল ?? খুব সহজ !
প্রথমে এই লিংক এ যান: https://www.google.com/inputtools/
তারপর Try it out লেখা বাটনে ক্লিক করুন , এখন আপনার সামনে নতুন একটু উইন্ডো চলে আসলো , এখানে দেখতে পাবেন টেক্সট এরিয়া যেটা তে আপনি ইংলিশ লিখবেন আর তা বাংলায় হয়ে যাবে । তবে এর জন্য আপনাকে একটু সেটিং করতে হবে চলুন দেখে নেই কিভাবে করবেন সেটিং নিচের ছবিতে দেখুন।
এখানে ইংলিশ লেখা বাটন টি তে ক্লিক করুন :
এখন নিচের ড্রপডাউন মেনু থেকে বাংলা সিলেক্ট করুন :
খুব সহজ তাই না , হুমম তাই আমি নিজেও এই পোস্ট টি গুগল ইনপুট টুল এর সাহায্যে লিখেছি। আজকের জন্য এপ্রযন্তই , আশা করি পোস্টটি আপনাদের সকলের ভালো লেগেছে। আশাকরি পোস্ট টি সকলের কাজে আসবে।
পোস্ট বিষয়ক যেকোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বাক্স এ জানান আমরা আপনাকে সহজ করার চেষ্টা করবো। ধন্যবাদ !!!
আমাদের মজার মজার সব পোস্ট পেতে ফেইসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকুন , ধন্যবাদ !!!!
আপনার অনুভুতি শেয়ার করুন:
গুগল এর সাহায্যে অনলাইন এ বাংলা টাইপ করুন খুব সহজে !!! Online Bangla Typing Tool !!!
Reviewed by RbsCreative
on
September 06, 2019
Rating:
No comments: