হোয়াটসঅ্যাপ ব্যাবহার করতে যে ফিচারগুলো জানা জরুরী

Whats app এর ছবির ফলাফল

মেসেজ ব্যাকআপ

হোয়াটস এপ সিকিউরিটির জন্য তাদের সর্ভারে কোনও ডাটা সংগ্রহ করে না, সব ডাটা আপনার ফোনেই থাকে। তাই আপনি যদি ফোন পরিবর্তন করেন তাহলে আপনার আগের মেসেজগুলো আর খুজে পাবেন না । এগুলো অন্য ফোনে পাওয়ার জন্য আপনাকে মেসেজ গুলো ড্রাইবে ব্যাকআপ রাখতে হবে। এজন্য সেটিংস থেকে চ্যাট সেটিংসে গিয়ে ব্যাকআপ অন করে দিন।হোয়াটসঅ্যাপে Settings > Chats > Chat Backup .


ফোন নাম্বার পরিবর্তন করা

অনেকের ধারনা হোয়াটসঅ্যাপ এ নিজের নম্বর পরিবর্তন করা যায় না । তাই অনেকে নতুন ফোন নিলে বা  মোবাইল নম্বর নিলে আগের একাউন্ট না ব্যবহার করে নতুন নম্বরে নতুন একাউন্ট খোলেন। কিন্তুি আপনি চাইলেই আগের একাউনটি ব্যাবহার করতে পারবেন নতুন নাম্বারে । এজন্য হোয়াটসঅ্যাপে ভিজিট করুন Settings > Account > Change number নাম্বারটি পরিবর্তন করে দিন ব্যাস কাজ শেষ।


মেসেজের ফন্টে ইস্টাইল দেয়া

হোয়াটসঅ্যাপ এ আপনার লেখাকে ইচ্ছামত বোল্ড, ইটালিক কিংবা স্ট্রাইকথ্রু করতে পারবেন ।
বোল্ড করার জন্য লেখার দুই পাশে *  চিহ্নটি ব্যাবহার করুন যেমনঃ *বোল্ড*
ইটালিক করার জন্য লেখার দুই পাশে _  চিহ্নটি ব্যাবহার করুন যেমনঃ _ইটালিক _
স্ট্রাইকথ্রু করার জন্য লেখার দুই পাশে -  চিহ্নটি ব্যাবহার করুন যেমনঃ -স্ট্রাইকথ্রু-


ডেস্কটপ এ ব্যবহার করুন হোয়াটসঅ্যাপ

প্রথমে https://web.whatsapp.com/ ভিজিট করুন। এরপর ফোনে হোয়াটসঅ্যাপ মেন্যু (উপরের দিকে ডানপাশে লম্বাভাবে থাকা তিনটি ডট) থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব এ ক্লিক করুন।এরপর ডেস্কটপ ব্রাউজারে প্রাপ্ত কিউআর কোডটি আপনার ফোনে স্ক্যান করলেই ডেস্কটপে হোয়াটসঅ্যাপ এ সাইনইন হবে।

গ্রুপ তৈরি না করে এক সাথে অনেককে মেসেজ পাঠাতে চাইলে

অনেক সময় কোনও লিংক, ঈদের শুভেচ্ছা বা পুজোর শুভেচ্ছা একসাথে পাঠানোর দরকার পড়ে। সেক্ষেত্রে কোনো চ্যাট গ্রুপ ক্রিয়েট না করেই “ব্রডক্যাস্ট লিস্টস” অপশন ব্যবহার করে একাধিক মানুষকে একসাথে মেসেজ পাঠাতে পারবেন ।
হোয়াটসঅ্যাপ ব্যাবহার করতে যে ফিচারগুলো জানা জরুরী হোয়াটসঅ্যাপ ব্যাবহার করতে যে ফিচারগুলো জানা জরুরী Reviewed by RbsCreative on August 11, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.