গনিতের জাদুঃ গার্লফ্রেন্ডের বয়স জেনে নিন খুব সহজে , জন্ম তারিখ বের করার জাদু

বর্তমানে মেয়েদের বয়স জানা সত্যিই খুব কঠিন কাজ, কারণ তার কখনই নিজের বয়স প্রকাশ করতে আগ্রহী না। কিন্তু আপনি ছোট একটি অংকের ট্রিকের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারেন যেকারো বয়স । চলুন দেখি কিভাবে করবেন বয়স বের করার অসাধারন এই জাদুঃ-

boy writes on his book on the desk

১. প্রথমে তাকে তার জন্মতারিখের মাসের সংখ্যার সাথে ১৮ যোগ করতে বলুন (জন্ম মাস জনুয়ারী হলে ১+১৮=১৯)

২. সেই সংখ্যাকে ২৫ দিয়ে গুন করতে বলুন (১৯*২৫=৪৭৫ )

৩. গুনফলটি থেকে  ৩৩৩ বিয়োগ করুন (৪৭৫-৩৩৩=১৪২)

৪. তারপর ৮ দ্বারা গুন করুন (১৪২*৮=১১৩৬)

৫. আবার গুনফল থেকে ৫৫৪ বিয়োগ করুন (১১৩৬-৫৫৪=৫৮২)

৬. সেই বিয়োগ ফলটিকে ২ ‍দিয়ে ভাগ করুন (৫৮২/২=২৯১)

৭. ভাগ ফলের সাথে তার জন্ম তারিখ য়োগ করুন (জন্ম তারিখ যদি ৭ হয় 
তাহলে ২৯১+৭=২৯৮)

৮. আবার ৫ দিয়ে গুন করুন (২৯৮*৫=১৪৯০)

৯. গুনফলের সাথে ৬৯২ যোগ করুন (১৪৯০+৬৯২=২১৮২)

১০. যোগ ফলটিকে ২০ দ্বারা গুন করুন (২১৮২*২০=৪৩৬৪০)

১১. তার জন্ম সনের শেষের দুটি সংখ্যা যোগ করুন ( জন্ম সাল যদি ১৯৯৮ 
হয় তবে ৯৮ যোগ করুন ৪৩৬৪০+৯৮=৪৩৭৩৮)

১২. এইবার সেই সংখ্যাটি থেকে ৩২৯৪০ বিয়োগ করুন (৪৩৭৩৮-৩২৯৪০=১০৭৯৮)

 এই বিয়োগ ফলটি আপনার কাঙ্খিত উত্তর বা জন্ম তারিখ!

উদাহরন অনুযায়ী উত্তর ১০৭৯৮ বা ১-০৭-৯৮ বা ১ জানুয়ারী ১৯৯৮

গনিতের জাদুঃ গার্লফ্রেন্ডের বয়স জেনে নিন খুব সহজে , জন্ম তারিখ বের করার জাদু গনিতের জাদুঃ গার্লফ্রেন্ডের বয়স জেনে নিন খুব সহজে , জন্ম তারিখ বের করার জাদু Reviewed by RbsCreative on August 11, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.