হাসতে কার না ভালো লাগে, সবাই চায় একটু হাসি খুশি থাকতে । হাসার জন্য জোকস বা কৌতুক হচ্ছে এক মহাঔষধ । হাসতে হাসতে পেটে খিল লেগে যাওয়ার মত কিছু মজার জোকস নিয়ে আমাদের আজকের আয়োজন। তাই জোকস পরুন আর মন ভরে হাসুন। ফ্রেন্ডস্ দের কে শেয়ার করে নিজে হাসুন অন্যকে ও হাসতে সাহায্য করুন ।
মেহমান আসতেছে, কিন্তু বল্টুর
ঘরে ডাল ছাড়া
কিছু নাই। বল্টু
কি করবো এখন..?
বল্টুঃ যখন উনি আসবে, তখন
কিচেনে একটা
বাসন ফেলে দিবে। আমি জিজ্ঞেস
করবো কি
হইছে?
তুমি তখন বলবে কোরমা পড়ে গেছে।
এরপর
আরেকটা বাসন ফেলবে। আমি
জিজ্ঞেস করবো
কি হইছে?
তুমি তখন বলবে বিরিয়ানি পড়ে
গেছে।
আমি বলবো, 'ঠিক আছে, ডাল-ই
নিয়ে আসো।
মেহমান তখন কিছু মনে করবে না।
তো মেহমান আসার পর কিচেন
থেকে বাসন
পড়ার শব্দ আসলো। বল্টুও
জিজ্ঞেস
করলো, "কি হয়েছে..?"
স্ত্রী জবাব দিলো,
"ডাল ই পড়ে গেছে।"
------------------------------------------------------
বোতল সাহেব তাঁর বন্ধুর চার বৎসর
বয়সী ছেলেকে জিজ্ঞাস করছেনঃ-
বাবা তুমি কি পড়?
ছেলে :- হাফপ্যান্ট পড়ি।
ভদ্রলোক :- না, মানে কোথায় পড়?
ছেলে :- কেন আঙ্কেল , নাভির একটু
নিচে।
------------------------------------------------------
পচা ও দাদুর কথোপকথন--
পচাঃ দাদু ঘুম আসছে না। একটু টিভি দেখবো?
দাদুঃ টিভি থাক দাদুভাই। তুমি আমার সাথে গল্প কর।
পচাঃ আচ্ছা দাদু আমাদের পরিবার কী
সারা জীবন সাতজনেরই থেকে যাবে? মানে তুমি, দাদি, বাবা, মা, বোন, আমি
আর আমাদের বিড়াল ছানা ক্যাটি।
দাদুঃ এবার আমরা একটা কুকুর কিনবো
তখন আমরা আটজন হয়ে যাবো।
ছোটুঃ কুকুরটা তো বিড়াল ছানাটাকে মেরে
ফেলবে তখন আমরা আবার সাতজন হয়ে
যাবো।
দাদুঃ তুমি বিয়ে করে নতুন বউ আনবে তখন আমরা আবার আটজন হয়ে যাবো।
পচাঃ কিন্তু বোন বিয়ে করে চলে গেলে
আমরা আবার সাতজন হয়ে যাবো।
পচাঃ তোমার ছেলে-মেয়ে হলে আমরা
আবার আটজন-নয়জন হয়ে যাবো।
পচাঃ কিন্তু তুমি আর দাদি মারা গেলে
আমরা আবার সাতজন হয়ে যাবো।
দাদুঃ হারামজাদা! তুই যা গিয়ে টিভি দেখ।
------------------------------------------------------
এক মহিলার ভাবলো ,তার স্বামী পরকীয়া করেন।তাই…
১ম দিন…
স্বামী বাড়ি ফিরলে তার শার্টে,একটা লম্বা চুল খুজে পেয়ে বললেন:তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতেছো?
-কি উল্টাপাল্টা বলছ এইসব?
-কেন,এই লম্বা চুলটাই তো তার প্রমান।
-শোনো-এটা তো তোমারও চুল হতে পারে তাইনা?
মহিলা আপাতত সেদিন অফ গেলেন।
১ম দিন…
স্বামী বাড়ি ফিরলে তার শার্টে,একটা লম্বা চুল খুজে পেয়ে বললেন:তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতেছো?
-কি উল্টাপাল্টা বলছ এইসব?
-কেন,এই লম্বা চুলটাই তো তার প্রমান।
-শোনো-এটা তো তোমারও চুল হতে পারে তাইনা?
মহিলা আপাতত সেদিন অফ গেলেন।
২য় দিন…
স্বামী বাড়ি ফেরার সময় জামা ভালোভাবে ঝেড়ে ঘরে ঢুকলেন তবুও তার স্ত্রী একটা চুল খুজে পেলেন।চুলের সাইজ দেখে স্ত্রী কেঁদে বললেন:
-তুমি বব-কাট মেয়েদের সাথে প্রেম করতেছো?
-আরে! এটাতো আমার চুলও হতে পারে নাকি?
মহিলা সেদিনও অফ গেলেন।
-আরে! এটাতো আমার চুলও হতে পারে নাকি?
মহিলা সেদিনও অফ গেলেন।
৩য় দিন…
স্বামী আজ খুব সর্তক তাই স্ত্রী অনেক খুজেও কোনো চুল পেলো না।কিন্তু শুরু করল কান্নাকাটি।
-আজকে আবার কি হলো?কাঁদছ কেনো?
-ছিঃ ছিঃ তুমি শেষপর্যন্ত টাক-মাথা মেয়েদের সাথে প্রেম শুরু করছো?
------------------------------------------------------
থানার ওসি ও ৫ বছরের বাচ্চার ফোনালাপঃ
বাচ্চাঃ হ্যালো, এটা কি থানা?
পুলিশঃ হ্যাঁ, এটা থানা।
বাচ্চাঃ আপনি কে বলছেন?
পুলিশঃ আমি ওসি বলছি।
বাচ্চাঃ আপনার হাতে ডান্ডা আছে?
পুলিশঃ হ্যাঁ, আছে।
বাচ্চাঃ তাহলে ওটা নিজের পেছনে ঢুকিয়ে নিন।
ফোন কেটে গেল। ওসি সাহেব চুপ করে রইলেন।
একটু পরে আবার ফোন। তুলতেই প্রশ্ন:
বাচ্চা - হ্যালো, এটা কি থানা?
পুলিশ - হ্যাঁ, এটা থানা।
বাচ্চা - আপনি কে বলছেন?
সেই বিচ্ছুটাই। ওসি সাহেব সাবধানে জবাব দিলেন:
আমি ওসি বলছি।
বাচ্চাঃ আপনার হাতে ডান্ডা আছে?
পুলিশঃ না, নেই।
বাচ্চাঃ বাঃ! একবার বলতেই ঢুকিয়ে নিয়েছেন? সাবাশ!
সিএলআই দেখে ওসি ওই নম্বরে ফোন করলেন। ধরলেন এক ভদ্রমহিলা। ওসি সাহেব বললেন:
আমি থানা থেকে ওসি বলছি। এই নম্বর থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল। বলেছে, হাতের ডান্ডাটা নিজের পেছনে ঢুকিয়ে নিন।
বাচ্চার মা - এ মা! কখন?
পুলিশ - মিনিট দশেক আগে।
বাচ্চার ম - ছিছি, বের করে ফেলুন। বাচ্চাদের কথা কেউ সিরিয়াসলি নেয়? শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন! বাড়ি গিয়ে একটু মলম লাগিয়ে নেবেন
বাংলা মজার জোকস - প্রথম পর্ব
Reviewed by RbsCreative
on
August 11, 2019
Rating:
No comments: