Android : বিশাল ও নতুন কিছু পরিবর্তন আসছে অ্যান্ড্রয়েডে
এতদিন অ্যান্ড্রয়েডের ভার্সনগুলোকে যে নামে ডাকা হত সেখানে পরিবর্তন আনা হচ্ছে। বিগত বছরের অ্যান্ড্রয়েড ভার্সনগুলোকে কিটক্যাট, ললিপপ, জেলিবিন এসব নামেই ডাকা হতো। তবে এই প্রথম সেই নিয়ম থেকে সরে এসেছে তারা।
বৃহস্পতিবার ঘোষণা দিল গুগল, দশ বছর পূর্তিতে আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েডের পরের সংস্করণটির নাম হবে অ্যান্ড্রয়েড ১০। নামের পাশাপাশি লোগো ও আসছে নতুন। কালো রঙ আসতে পারে লোগোতে।
এ বিষয়ে অ্যান্ড্রয়েডের ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট সামির সমেত এক বিবৃতিতে বলেন, অ্যান্ড্রয়েড ভার্সন বাজারে আসার ১০ বছর পূর্তিতে নাম রাখার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনছি আমরা।। এখন থেকে এটি রাখা হবে অক্ষরে অনুসারে। অর্থাৎ Android Q এর অফিশিয়াল নাম Android 10।
তিনি বলেন, কিটক্যাট, ললিপপ বা মার্শমেলো এমন নাম রাখার প্রথাটি যদিও বেশ আনন্দদায়ক তবে কিছুটা নতুনত্ব চান।
এ কারণেই অপারেটিং সিস্টেমটির দশম ভার্সনের নাম অ্যান্ড্রয়েড-১০ রাখা হয়েছে।
তিনি বলেন , এখন থেকে অ্যান্ড্রয়েড-১০ এর পরে অ্যান্ড্রয়েড-১১ আসবে। এবার নামের বিষয়টি বিশ্বের সব দেশের ব্যবহারকারীদের খুব সহজেই বোধগম্য হবে।
তবে শুরুতে গুগল পিক্সেল সিরিজের ফোনগুলোতে এই আপডেট পৌঁছাবে।
আমাদের মজার মজার সব পোস্ট পেতে ফেইসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে থাকুন , ধন্যবাদ!
আপনার অনুভুতি শেয়ার করুন:
বিশাল ও নতুন কিছু নিয়ে পরিবর্তন আসছে অ্যান্ড্রয়েড 10
Reviewed by Shawon sheikh
on
August 25, 2019
Rating:
No comments: